bartajogot24@gmail.com সোমবার, ২রা অক্টোবর ২০২৩, ১৭ই আশ্বিন ১৪৩০
ব্রেকিং:
  • ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮৮৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ সরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাসের পাওনা ১৬৫৭ কোটি টাকা ভারতে যাত্রীবাহী বাসে আগুন, ২৫ জনের মৃত্যু সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা গভীর রাতে হঠাৎ চরমোনাই পীরের দরবারে জাহাঙ্গীর, ফয়জুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক পাকিস্তানের চোখের পানিতে এশিয়া কাপের তারিখ ঘোষণা

ওয়ার্ড ছাত্রলীগ থেকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক

বাতাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৩, ১৯:৩৮

ছবি: সংগৃহীত

ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বরিশালের সন্তান সোলায়মান ইসলাম মুন্না।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে মুন্না সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত এই সাংগঠনিক সম্পাদকের সাথে একান্ত সাক্ষাৎ হয়েছে সোনালীনিউজের সাথে। তার সাক্ষ্যাতকারটি গ্রহণ করেছেন সোনালীনিউজের বরিশাল করেসপন্ডেন্ট মজিবর রহমান নাহিদ। সোলাইমান ইসলাম মুন্নার সাথে দীর্ঘক্ষণ আলাপকালে কথা হয় তার রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে।

সোলায়মান ইসলাম মুন্না জানান, বরিশাল জিলা স্কুল থেকে এইচএসসি পাশ করে তিনি ভর্তি হন অমৃত লাল দে কলেজে। নিয়মিত অংশগ্রহন করতেন ছাত্রলীগের আন্দোলন সংগ্রামে। কলেজের ১ম বর্ষে অধ্যায়নরত অবস্থায় বরিশাল মহানগর ছাত্রলীগের ১০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এইচএসসি পাশ করে ২০১৩-২০১৪ সেশনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ট্যুরিজন এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উঠেন। পূর্বের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রলীগের বিভিন্ন মিছি মিটিংয়ে অশংগ্রহন করেন। নির্বাচিত হন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দপ্তর সম্পাদক। পরে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যবসায় শিক্ষা অনুষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর