প্রকাশিত:
২২ জুলাই ২০২৩, ২৩:২৫
আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপিকে ভাগ্য পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। শনিবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ আহবান জানান।
এ সময় মতিয়া চৌধুরী বলেন, এখন আর বিদেশি প্রভুদের কাছে পাত্তা পাবেন না। কারণ অর্থনৈতিক মন্দার কারণে তারা নিজেদের সামলাতেই ব্যস্ত।
দেশব্যাপী বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে যৌথ উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশের আয়োজন করে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানান তিনি।
আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপিকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা বলেন সহযোগী সংগঠনের নেতারা।
মন্তব্য করুন: